জাতীয়

ডা. ইব্রাহিম স্মৃতি পদক পেলেন আজাদ খান ও সায়মা ওয়াজেদ

বিশেষ প্রতিবেদক : ‘ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক-২০১৬’পেলেন অধ্যাপক ড. এ কে আজাদ খান এবং সায়মা ওয়াজেদ হোসেন।

 

শনিবার শাহবাগে বারডেম হাসপাতালের মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

সংগঠনের সভাপতি ডা. সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাঈদ উদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক এ আর খান এবং বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার।

 

অনুষ্ঠানে ডায়াবেটিস রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন কর্তৃক গ্লোবাল অ্যাওয়ার্ড প্রাপ্তির স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ খান এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারসে দেশে-বিদেশে খ্যাতি অর্জনের স্বীকৃতি হিসেবে সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেনকে ‘ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক-২০১৬’ দেওয়া হয়।

 

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘আর্তমানবতার সেবায় যারা আত্মনিয়োগ করেন, জাতি তাদের চিরদিন স্মরণ রাখে। ডা. মোহাম্মদ ইব্রাহিম আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে চিরস্মরণীয় হয়ে আছেন।’

 

অর্থমন্ত্রী ডা. ইব্রাহিমের আদর্শ বাস্তবায়নে ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদের প্রশংসা করেন এবং তাদের কর্মকাণ্ডের সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় বারডেম প্রতিষ্ঠাকালের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন আবুল মাল আবদুল মুহিত।

 

ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ বলেন, ‘এ পুরস্কার আমার কাজে আরো উৎসাহ যোগাবে। ডা. মোহাম্মদ ইব্রাহিম জনকল্যাণে তার জীবন উৎসর্গ করেছিলেন। তার কর্মজীবন মানবসেবায় অনুপ্রেরণা হয়ে থাকবে।’ ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদকে ধন্যবাদ জানান সায়মা ওয়াজেদ।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৬/হাসনাত/রফিক