জাতীয়

চবির শিক্ষক ড. মুনির আহমদ আর নেই

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ন ম  মুনির আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার বয়স ছিল ৬১ বছর।

 

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় মারা যান তিনি। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ  অসংখ্য ছাত্রছাত্রী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

 

মুনির আহমদ ১৯৮১ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৮৫ সালে সহকারী অধ্যাপক, ১৯৯২ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

 

বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি, চাকসুর সহকারী পরিচালক, বিভাগীয় সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি।

 

মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম এবং আনোয়ারা উপজেলার বারখাইন গ্রামে দুপুর ২টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

   

রাইজিংবিডি/চবি/২২ আগস্ট ২০১৬/জোবায়ের চৌধুরী/রিশিত