জাতীয়

পরিবহণ হকারদের হয়রানি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগে পরিবহণ হকারদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবহণ হকার্স জোট।

 

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

 

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দীন বলেন, হকাররা বতর্মানে সবখানে পদে পদে বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছেন। এর প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায় বলে তিনি দাবি করেন।

 

তিনি বলেন, সারা দেশে উল্লেখযোগ্য সংখ্যক হকার রয়েছে।হকারদের জন্য আলাদা নীতিমালাও দাবি করেন তিনি।

 

মানববন্ধনে সাত দফা দাবি উত্থাপন করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে সকল প্রকার যানবাহনে হকারদের ঢুকতে দেয়া, চাঁদাবাজি, হয়রানি বন্ধ ও  নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রত্যেক জেলা শহরের খাস জমিতে হকারদের পুনর্বাসন করা।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি  আলী হাওলাদার, জাতীয় শ্রমিক নিরাপত্তা ফোরামের আহবায়ক হামিদা হোসেন, বাংলাদেশ শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম প্রমুখ।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৬/আহমদ নূর/তৈয়বুর রহমান