জাতীয়

ঢাকা জেলাকে ব্র্যান্ডিং করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলাকে ব্র্যান্ডিং করার উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এর অংশ হিসেবে ঢাকাকে ব্র্যান্ডিংয়ের জন্য একটি লোগো এবং থিম বা শ্লোগান তৈরি করা হবে।

 

ঢাকার ইতিহাস, ঐতিহ্য, জাতীয় প্রেরণা, চেতনা, পালা-পার্বন, সংস্কৃতি, দর্শনীয় স্থান লোগো ও থিম নির্বাচনে প্রাধান্য পাবে।

 

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমান রাইজিংবিডিকে বলেন, বিশ্ববাসীর কাছে ঢাকাকে গ্রহণযোগ্য ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে, ঢাকা জেলার জন্য একটি সুন্দর লোগো ও থিম তৈরির উন্মুক্ত প্রতিযোগিতা আহ্বান করা হচ্ছে। লোগো ও থিম আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে (হার্ড কপি/সফট কপি) জমা দেওয়া যাবে।

 

চূড়ান্তভাবে নির্বাচিত লোগো ও থিম প্রদানকারী ব্যক্তিকে পৃথকভাবে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পুরস্কার ও সনদ প্রদান করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ ৫০ হাজার টাকা।

 

এক্ষেত্রে যেকোনো প্রয়োজনে মো. মজিবর রহমানের সাথে (dcdhaka@mopa.gov.bd /০১৭১১৪৪৫৮০৩) যোগাযোগ করার জন্য আনুরোধ করা হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৬/হাসান/রফিক