জাতীয়

‘দৈনিক ৫০ হাজার যাত্রী পরিবহন করবে রেল’

নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ঈদুল আযহা উপলক্ষে ২ লাখ ৬০ হাজার যাত্রী পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া যাত্রীদের ভ্রমণ আরামদায়ক করার জন্য রেলওয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

মঙ্গলবার দুপুরে কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য ১৯ টি ইঞ্জিন মেরামত করে সচল করা হয়েছে। প্রতিদিন ৫০ হাজার যাত্রী পরিবহন করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ট্রেনের সিডিউলে বিপর্যয় ঘটার কোনো আশঙ্কা নেই।

 

তিনি বলেন, স্টেশনে এসে যাত্রীরা যাতে ঠিকমতো টিকিট পান সেজন্য অগ্রিম টিকিটের ব্যবস্থা করা হয়েছে। ফলে কোনো কালোবাজারিও নেই। 

 

তিনি আরো বলেন, যাত্রীরা যাতে নির্দিষ্ট সময়ে ঢাকায় ফিরে আসতে পারেন এ জন্য দেশের বিভিন্ন স্টেশনে ফিরতি টিকিটও দেয়া হবে।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৬/মাকসুদ/তৈয়বুর রহমান/শাহনেওয়াজ