জাতীয়

গরম ভোগান্তি, তবুও ছুটছে ঘরমুখো মানুষ

আসাদ আল মাহমুদ : পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। শনিবার সকালে সায়দাবাদে দেখা যায়, বাড়ি ফেরা মানুষের জনস্রোত। ঘরমুখো হয়েছে হাজার হাজার মানুষ।

 

যাত্রীদের অভিযোগ, তাদের ঈদযাত্রা শুরু হচ্ছে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা আর ভোগান্তির মধ্য দিয়ে। এর সঙ্গে রয়েছে প্রচণ্ড গরম ও বাসস্ট্যান্ডে অতিরিক্ত যাত্রীর ভিড়ে ভোগান্তি।

 

সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সুগন্ধা, রয়েল, অভিযান, পদ্মা, স্টার লাইনসহ বিভিন্ন পরিবহনের একটি বাসেও আসন খালি নেই। অতিরিক্ত ভাড়া, শিডিউল বিপর্যয়, যানজট, দুর্ঘটনাসহ পদে পদে বিভিন্ন সমস্যা নিয়ে ছুটছে মানুষ। ঈদ যাত্রার সব বাধা উপেক্ষা করে সবাই তাই ছুটছেন প্রিয়জনের কাছে।

 

খিলগাঁওয়ের বাসিন্দা রুবেল হোসাইন রাইজিংবিডিকে বলেন, ‘বৃদ্ধ বাবা-মা বাড়িতে থাকেন। তাই ঈদে বাড়ি যেতে হবে। সকাল ৮টায় সায়েদাবাদ বাস টার্মিনালে এসেছি। সকাল ৯টার সময় গাড়ি ছাড়ার কথা থাকলেও দুই ঘণ্টা পর ১১টার সময় গাড়ি এসেছে।’

 

কথাগুলো বলার সময় গরম আর ঘামে রীতিমতো অস্থির রুবেল। এ অবস্থায় কুমিল্লার উদ্দেশে রয়েল পরিবহনে রওয়ানা হন তিনি।

 

শুধু রবেল একা নন, এ রকম হাজার হাজার ঘরমুখো মানুষ সায়েদাবাদ বাস টার্মিনালে অপেক্ষা করলেও অধিকাংশ গাড়িই নির্দিষ্ট সময়ে ছেড়ে যায়নি।

 

গাড়ি ছেড়ে যাওয়ার আগে রুবেল বলছিলেন, ‘হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ায় ছোট ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে বাড়ির উদ্দেশে রওয়ানা হতে হবে। ছুটি শুরু হয়ে গেছে। বাড়িতে গিয়ে গরু কিনতে হবে। শুক্রবার যেতে পারিনি প্রস্তুতি নিতে নিতে সময় নষ্ট হওয়ায়। আজ যাচ্ছি বাড়ি। রাস্তায় যানজট হলে বাড়ি যেতে অনেক সময় লাগবে। এমনিতেই সোয়া ২ ঘণ্টা পর গাড়ি ছেড়েছে।’

 

সায়েদাবাদে কথা হয় অন্য এক যাত্রী রবিন আহসানের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। সকাল ৯টার গাড়ি ১১টায় ছেড়ে যাচ্ছে। বিলম্বের কারণ হিসেবে কাউন্টার থেকে বলা হচ্ছে রাস্তায় প্রচণ্ড যানজট। এ কারণে গাড়ি আসতে সময় লেগেছে। এদিকে প্রচণ্ড গরম পড়েছে। গরমে সবাই ক্লান্ত। দোয়া করবেন নিরাপদে যেন বাড়ি যেতে পারি।’

 

কথা হয় রয়েল পরিবহনের কাউন্টারের টিকিট মাস্টার মো. আব্দুল হকের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘কুমিল্লায় যাত্রী নামিয়ে খালি গাড়ি ঢাকায় রওয়ানা হয়ে আসে। রাস্তায় যানজটের কারণে আসতে সময় লাগছে। এ কারণে নির্ধারিত সময়ে গাড়ি ছেড়ে যেতে পারছে না।’

     

রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৬/আসাদ/হাসান/সাইফুল