জাতীয়

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক করেছেন।

 

মঙ্গলবার জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসকক্ষে এসে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

 

জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের ধারাবাহিকতায় এ বৈঠক হয়।

 

বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন দাতা সংস্থাটির প্রেসিডেন্ট। একই সঙ্গে আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে বাংলাদেশে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন তিনি।

 

বৈঠকে অব্যাহত সহযোগিতার জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

 

এর আগে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির মধ্যে বৈঠক হয়। এ সময় সংলাপের মাধ্যমে সকল দ্বিপাক্ষিক বিষয় সমাধানের ব্যাপারে সম্মত হয় দুই দেশ।

 

প্রধানমন্ত্রী মিয়ানমারের নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং সুচি এই আমন্ত্রণ গ্রহণ করেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৬/নূর/হাসান/রফিক