জাতীয়

দুর্ঘটনা : মুঠোফোন ব্যবহারে সচেতন হওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : সড়ক ও রেল দুর্ঘটনা এড়াতে মুঠোফোন ব্যবহারে সচেতন হওয়ার কয়েকটি সুপারিশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

 

জনসচেনতার সৃষ্টির লক্ষ্যে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আলোচনা শেষে প্রচারপত্র বিলি করে সংগঠনটি।

 

‘মুঠোফোনের অপব্যবহার বন্ধ কর, সড়ক ও রেল দুর্ঘটনা প্রতিরোধ কর’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বাংলাদেশে মুঠোফোনের ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর প্রায়োগিক দিক সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ওয়াকিবহাল  না থাকার কারণে হরহামেশাই ঘটছে সড়ক ও রেল দুর্ঘটনা।’

 

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘সড়ক ও রেল দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। দেশের সাতটি বিভাগেও এই জনসচেতনতা কার্যক্রম পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।’

 

আর্থিক সহযোগিতা পেলে সারা দেশে এই জনসচেতনতা কর্মসূচি চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

সড়ক ও রেল দুর্ঘটনা এড়াতে উল্লেখযোগ্য সুপারিশগুলো হচ্ছে- রাস্তা/রেলের লেভেল ক্রসিং পারাপারের সময় ডান বামে তাকিয়ে পার হওয়া, এ সময় মুঠোফোন, হেডফোন ও ব্লুটুথ ব্যবহার না করা, রাস্তার মাঝ দিয়ে না হাঁটা, ফুটপাত দিয়ে হাঁটা, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহার করা, প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহায়তা নেওয়া, গাড়িতে ওঠানামার সময় মুফোঠোন ব্যবহার থেকে বিরত থাকা, গাড়ি চালানো সময় মুঠোফোন ব্যবহার না করা,  রাস্তা বা রেল লাইনের মাঝে বা আশপাশে দাঁড়িয়ে ছবি/সেলফি তোলা থেকে বিরত থাকা।

     

রাইজিংবিডি/ঢাকা/৫ নভেম্বর ২০১৬/আরিফ সাওন/সাইফুল