জাতীয়

শিশুশ্রম নিরসনে জেলা-উপজেলায় নিয়মিত সভা

নিজস্ব প্রতিবেদক : শিশুশ্রম নিরসনে গঠিত জাতীয় শিশু শ্রমকল্যাণ পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে নিয়মিত সভা অনুষ্ঠানের তাগিদ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় শিশু শ্রমকল্যাণ পরিষদের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং জাতীয় শিশু শ্রমকল্যাণ পরিষদের সভাপতি মো. মুজিবুল হক এতে সভাপতিত্ব করেন।

 

সভায় জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটিগুলোর সভায় যে সকল সিদ্ধান্ত হয় তা বাস্তবায়নে মনিটরিং জোরদারের নির্দেশনা প্রদান করা হয়।

 

প্রতিমন্ত্রী আগামী জানুয়ারি মাসের মধ্যে কমিটির কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।

 

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, আইএলও এর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস বি রেড্ডি, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুকুর মাহমুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহামদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান, ড. তোফায়েল আহমেদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইএলও)  খোন্দকার মোস্তান হোসেন এবং অ্যাডভোকেট সালমা আলীসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দাতা সংস্থা এবং বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধিরা অংশ নেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৬/আশরাফ/হাসান/সাইফ