জাতীয়

‘আমরা নৈতিকভাবে ভীষণ দুর্বল হয়ে যাচ্ছি’

ডেস্ক রিপোর্ট : তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, ‘আমরা নৈতিকভাবে ভীষণ দুর্বল হয়ে যাচ্ছি। চোখের সামনে নির্যাতন হচ্ছে, তবু আশপাশের সবাই চুপ, কেউ কোনো প্রতিবাদ করছে না।’

 

বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন শাহানূর বিশ্বাসকে দেখতে গিয়ে এসব কথা বলেন সুলতানা কামাল।

 

এ সময় তার সঙ্গে ছিলেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হকসহ সংগঠনের অন্য সদস্যরা। হাসপাতালে গিয়ে তারা শাহানূর বিশ্বাস, তার স্ত্রী এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।

 

গত ১৬ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলডাঙা গ্রামে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ জানালে বখাটেরা শাহানূর বিশ্বাসকে পিটিয়ে গুরুতর আহত করে। পেশায় বর্গাচাষী শাহানূরের দুটি পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আছেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৬/রফিক