জাতীয়

`জনগণের চাহিদাকে প্রাধান্য দিতে হবে\`

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, নাগরিক সেবায় উদ্ভাবন অর্থ নতুন পদ্ধতিতে জনগণকে আধুনিক ও মানসম্পন্ন সেবা প্রদান। জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে নাগরিক সেবায় উদ্ভাবন নিশ্চিত করতে পারলে সুলভে, দ্রুত ও কম জটিলতায় নাগরিক সেবা প্রদান সম্ভব।

 

বুধবার শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ইসমাত আরা সাদেক বলেন, `আইনের সীমার মধ্যে থেকেও সেবা প্রদানে নতুনত্ব আনা যায় আর এজন্য প্রয়োজন কাজের উপযুক্ত পরিবেশ, দক্ষ নেতৃত্ব ও কার্যকর যোগাযোগ।’

 

তিনি সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে নাগরিক সেবায় উদ্ভাবনী চিন্তার প্রয়োগ ঘটিয়ে সেবার মান ও পরিধি বৃদ্ধি করার আহবান জানান।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়ির সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ড. আসলাম আলম।

 

দুই দিনব্যাপী সেমিনারে প্রশাসন ক্যাডারের চল্লিশ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৬/মিথুন/শাহনেওয়াজ