জাতীয়

ডিএনসিসিতে শিশুরা ভিটামিন এ পাচ্ছে শনিবার

নিজস্ব প্রতিবেদক : শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শনিবার বিনামূল্যে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

 

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস এম এম সালেহ ভূঁইয়া এ তথ্য জানান।

 

তিনি বলেন, ডিএনসিসি এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সি ৭০ হাজার ৯০৪ জন শিশুকে ১টি করে নিল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ৪ লাখ ১৩ হাজার ৭৯৩ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

এস এম এম সালেহ ভূঁইয়া আরো জানান, ৪ হাজার ৪৯৭ জন স্বেচ্ছাসেবী শনিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবে। ডিএনসিসির ৪৯টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ও ১ হাজার ৪৫০টি অস্থায়ী কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া বাসস্ট্যান্ডগুলোয় ভ্রাম্যমাণ দলের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

বৃহস্পতিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা আয়োজন করে ডিএনিসিসি। গুলশান ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত কর্মশালা ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদুল হকের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অঞ্চল-২ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদা আক্তার।

 

রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৬/আরিফ সাওন/সাইফ