জাতীয়

জঙ্গিবাদ নির্মূলে একযোগে কাজ করতে হবে: আইজিপি

পিরোজপুর প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে যার যার অবস্থান থেকে একযোগে  কাজ করতে হবে।

 

শুক্রবার বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবাদবিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

 

আইজিপি বলেন, জঙ্গিরা কোনো বিশেষ ধর্মের লোককে মারে না। তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাইকে হত্যা করছে। এদের সংখ্যা খুব বেশি না। আপনাদের সম্পৃক্ততায় অল্প সময়ের মধ্যে আমরা এদের নির্মূল করতে সক্ষম হব।

 

পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম আউয়াল, বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ হাবিবুর রহমান মালেক, মুক্তিযুদ্ধের সংগঠক এম এ মান্নান, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মারুফ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সমীর দাস বাচ্চু।

 

সমাবেশে পিরোজপুরের ৬টি উপজেলার কমিউনিটি পুলিশিং ইউনিট ছাড়াও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

   

রাইজিংবিডি/পিরোজপুর/৯ ডিসেম্বর ২০১৬/কুমার শুভ রায়/রিশিত