জাতীয়

‘নিরাপদ অভিবাসনে সচেতনতার বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা উচিত বলে মত প্রকাশ করেছেন বক্তারা। তারা বলেছেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

 

রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এক নেটওয়ার্ক সভায় বক্তারা এ কথা বলেন।

 

তারা বলেন, সকল অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা জরুরি। এ জন্য সবার আগে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন- ২০১৩ কার্যকর করতে হবে। এ আইন খুবই কার্যকর ও সুন্দর। কিন্তু অনেকেই জানেন না, আইনে কি আছে। আইনে কঠোর শাস্তির বিধান থাকলেও এটি কার্যকর নেই। এ আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

 

বক্তারা আরো বলেন, বিদেশে প্রচুর বাংলাদেশি আছে। কয়েক লাখ যুবক বিদেশে সব সময়ই কর্মসংস্থান খোঁজে। কিন্তু তাদের প্রশিক্ষণ না থাকায় কাজ পাচ্ছে না। তাই বিদেশে যাওয়ার আগেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে তারা আরো বেশি উপার্জন করতে পারবে। 

 

তারা বলেন, গ্রামাঞ্চলে রিক্রুটিং এজেন্সিগুলোর শাখা নেই। গ্রামে রিক্রুটিং এজেন্সির শাখা থাকলে দালালদের উৎপাত ও অভিবাসন ব্যয় কমে আসবে।

 

অন্যদের মধ্যে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম, পরিচালক জাসিয়া খাতুন বক্তব্য রাখেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৬/আসাদ/হাসান/শাহনেওয়াজ