জাতীয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলেকে দেশে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক : ভারতের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বগুড়ার শেরপুরের ওবায়দুর রহমানকে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার মা রাশেদা বেগম।

 

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমানের মা একথা বলেন।

 

রাশেদা বেগম বলেন, ‘ভারতে থাকা আমাদের এক আত্মীয়ের অসুস্থতার কথা শুনে ২০০৬ সালে বিনা পাসপোর্টে আমার ছেলে ওবায়দুর ভারতে যায়। পরে ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী অবৈধ অনুপ্রবেশের দায়ে ওবায়দুরকে আটক করে। দীর্ঘদিন আর ছেলের খোঁজ পাওয়া যায়নি। দুই বছর পর জানতে পারি আমার ছেলেকে মিথ্যা মামলা ও শ্রমজীবী এক্সপ্রেসে বোমা হামলা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে।’

 

রাশেদা বেগম জানান,‘ এসব মামলায় ২০১৬ সালের ৩১ আগস্ট ভারতের নিম্ন আদালত ওবায়দুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে ভারতের হাইকোর্টে আপিল করেছি। এ অবস্থায় ছেলেকে সুষ্ঠু বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

   

রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৭/মেহেদী/মুশফিক