জাতীয়

গ্যাসলাইন স্থাপনে গাজীপুরে ১৩ হাজার গাছ কাটার অনুমতি

সচিবালয় প্রতিবেদক : পাইপ লাইনে গ্যাস সঞ্চালনের জন্য গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং জয়দেবপুর থানা এলাকার বন বিভাগের ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত সঞ্চালন পাইপ লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের বৃক্ষ কর্তন ও অপসারণের প্রস্তাব করে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘১৩ হাজার ৩৫৬টি গাছ কর্তন করা হবে। তবে এর দ্বিগুণ সংখ্যক গাছ লাগাতে হবে। ১৩ হাজারের জায়গায় ২৬ হাজার গাছ লাগাবে তিতাস গ্যাস কোম্পানি।’

     

রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/হাসান/শাহনেওয়াজ