জাতীয়

সিনিয়র সচিব হলেন আরো ৩ কর্মকর্তা

সচিবালয় প্রতিবেদক : প্রশাসনের আরো তিন সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার। এর ফলে সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়াল ১০ জন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে এসব কর্মকর্তাকে সিনিয়র সচিবের মর্যাদা দিয়ে আগের কর্মস্থলে পদায়নও করা হয়েছে। আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মুশফেকা ইকফাৎকে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়েছে। সরকার প্রথমবারের মতো ২০১২ সালের ৯ জানুয়ারি প্রশাসনে সিনিয়র সচিব নামে পদ চালু করে। নতুন এই তিনজন মিলে প্রশাসনে এখন সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়াল ১০ জন। সিনিয়র সচিবদের অবস্থান মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পরেই।  

রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৭/হাসান/মুশফিক