জাতীয়

বসতি হরাইজনে বৈদ্যুতিক কন্ট্রোল প্যানেল থেকে আগুনের সূত্রপাত

নিজস্ব প্রতিবেদক : বনানীর বহুতল ভবন বসতি হরাইজনে বৈদ্যুতিক কন্ট্রোল প্যানেল থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ সোমবার রাতে রাইজিংবিডিকে বলেন, ‘নিচতলার বৈদ্যুতিক কন্ট্রোল প্যানেল (ডিবি বোর্ড) থেকে আগুনের সূত্রপাত হয়। কাছে থাকা মোটরসাইকেলের পেট্রোলের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটিতে ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় গ্যাস ও ধোঁয়া দ্রুত সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যায়।’ সোমবার বিকেল পৌনে ৩টার দিকে বসতি হরাইজন ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৭/মাকসুদ/রফিক