জাতীয়

‘সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) এ কে এম শামীম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে  সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তানি হানাদারমুক্ত হলেও জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনে বিজয় পূর্ণতা লাভ করে। বাঙালি জাতি বঙ্গবন্ধুকে প্রাণঢালা সংর্বধনা জানানোর জন্য ১০ জানুয়ারি ভোর থেকেই অপেক্ষোয় ছিল। তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে আসেন। বিকেল ৫টার দিকে রেসকোর্স ময়দানের জনসমুদ্রে বঙ্গবন্ধু ভাষণে বলছেলিনে, ‘আমার বাংলাদশে আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের সাধ আজ পূর্ণ হয়ছে। আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল) ফজলে রাব্বী এবং জ্যেষ্ঠ উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রেস) আকতার হোসেনসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৭/আসাদ/হাসান/রফিক