জাতীয়

নতুন ঠিকানায় হলি আর্টিজান চালু

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর গুলশানের নতুন ঠিকানায় হলি আর্টিজান বেকারি পুনরায় চালু হয়েছে। দীর্ঘ ছয় মাস পর মঙ্গলবার থেকে গুলশান এভিনিউয়ের র‌্যাংগস আর্কেডের দ্বিতীয় তলায় স্বল্প পরিসরে বেকারিটি খোলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,  জঙ্গি হামলায় দেশি-বিদেশি অতিথিদের মৃত্যু আর জিম্মি উদ্ধারের পর দীর্ঘ ছয় মাস বন্ধ ছিল। গুলশান এভিনিউয়ের র‌্যাংগস আর্কেডের দ্বিতীয় তলায় স্বল্প পরিসরে বেকারিটি চালু করা হয়েছে। তিনি আরো বলেন, আগে ছিল দুই হাজার বর্গফুট জায়গা, একসঙ্গে বসতে পারতেন ৫০ জন অতিথি। এখন আপাতত ২০ জন বসতে পারবেন। গুলশানের নতুন ঠিকানায় চালুর পাশাপাশি আর্টিজান কর্তৃপক্ষ ধানমণ্ডি ও মতিঝিলেও শাখা খোলার কথা চিন্তা করছে বলে জানান তিনি।    গত বছরের ১ জুলাই রাতে একদল জঙ্গি গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে ঢুকে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৭/আসাদ/হাসান/মুশফিক