জাতীয়

পাটমন্ত্রীর সঙ্গে প্যালেস্টাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান বুধবার সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের সঙ্গে তার অফিসে দেখা করেছেন। এ সময় বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্য্যসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে দু’দেশের পাটশিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে উভয়ে আলোচনা করেন। এ সময় প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও প্যালেস্টাইনের বন্ধুত্ব ঐতিহাসিক। প্যালেস্টাইন আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। পাটখাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায় প্যালেস্টাইন। জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক প্যালেস্টাইনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের কথা স্মরণ করে সবসময় দেশটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/মুশফিক