জাতীয়

‘প্রবাসীরা বাংলাদেশের সম্পদ’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রবাসীরা বাংলাদেশের সম্পদ। তথ্য মন্ত্রণালয় তাদের পাশে আছে।’ বুধবার সচিবালয়ে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের লন্ডনের ব্রেন্ট শহরের মেয়র পারভেজ আহমেদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তথ্যমন্ত্রী। হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগকে উৎসাহ ও সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর। পারভেজ আহমেদকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, নিঃসন্দেহে এ সফর যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঘনিষ্ঠতর করে তুলবে। যুক্তরাজ্যপ্রবাসীরা সে দেশের নাগরিকত্ব পেলেও একই সঙ্গে বাংলাদেশের নাগরিকত্ব বজায় রাখতে আন্তরিক। বিষয়টি ভূয়সী প্রশংসার দাবি রাখে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উপকণ্ঠে সাড়ে তিন লক্ষাধিক মানুষের শহর ব্রেন্টের মেয়র পারভেজ আহমেদ বলেন, ব্রেক্সিট-উত্তরকালে বৃটেনে বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। প্রয়োজন যোগ্য কর্মীর। এ সময় তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, প্রবাসী বাংলাদেশি বিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/আসাদ/হাসান/রফিক