জাতীয়

গুলিস্তানে উচ্ছেদ অভিযান, হকারদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : নির্দেশনা উপেক্ষা করে যেসব হকার রাজধানীর গুলিস্তান ও পার্শ্ববর্তী এলাকার ফুটপাতে দোকান নিয়ে বসেছিলেন তাদের উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার দুপুরে ফুটপাতের দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে ডিএসসিসির উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ করেছেন হকাররা। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার, আবু সায়্যিদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্দেশনা উপেক্ষা করে গুলিস্তান এলাকার ফুটপাতে যেসব হকার দোকান নিয়ে বসেছিলেন তাদের উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’ গুলিস্তান ঘুরে দেখা যায়, সোমবার সকালে হকাররা ফুটপাতে দোকান নিয়ে বসেন। ডিএসসিসির পক্ষ থেকে তাদের ফুটপাতে থাকা জিনিসপত্র সরিয়ে নিতে বলা হলেও নির্দেশ উপেক্ষা করে অনেক হকার দোকান খুলে রাখেন। দুপুর পৌনে ১২টার দিকে ডিসিসি উচ্ছেদ অভিযান শুরু করে। এসময় হকাররা সরে গেলে তাদের রেখে যাওয়া চৌকি, বাক্স, টিনের ছাউনি ও বিভিন্ন আসবাবপত্র বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এদিকে গুলিস্তানে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ করেন হকাররা। তারা উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান। গুলিস্তানের ফুলবাড়িয়া ফুটপাতের ব্যবসায়ী মিস্টু রায় বলেন, ‘১৫ বছর ধরে আমরা এ জায়গায় ব্যবসা করছি। আমাদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে। এখন কী করে খাব? কীভাবে চলবে আমাদের পরিবার?’ তিনি জানান, অফিস টাইম ছাড়া কেউ কোনো কিছু কিনে না। সন্ধ্যা সাড়ে ৬টার পর মানুষ কোনো কিছু কিনতে ফুটপাতে আসবে না। অন্য কোনো জায়গায় ব্যবস্থা না করা হলে তারা কোনোদিনই এ জায়গা ছাড়বেন না। হকারদের পুনর্বাসনের বিষয় নিয়ে গত ১১ জানুয়ারি নগর ভবনের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও হকার নেতাদের সঙ্গে বৈঠক করেন মেয়র। বৈঠকে সিদ্ধান্ত হয় ১৫ জানুয়ারি থেকে কর্মদিবসে গুলিস্তান, মতিঝিল ও এর আশপাশ এলাকার ফুটপাতে দিনের বেলা কোনো হকার বসতে পারবে না। তবে অফিস টাইমের পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে তারা গুলিস্তান-মতিঝিল এলাকায় বসতে পারবে। সোমবার দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে।

     

রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/আসাদ/হাসান/এসএন/শাহনেওয়াজ