জাতীয়

রাষ্ট্রপতির কাছে ন্যাপের ১১ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১১টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। সোমবার বিকেল পৌনে ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে বাংলাদেশ ন্যাপের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল। সাক্ষাত শেষে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি সাংবাদিকদের এ কথা জানান । তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। শুধু নির্বাচন কমিশন গঠন বিষয়ে আইন প্রণয়ন নয়, এর সঙ্গে নির্বাচনকালে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে নির্বাচন সহায়ক সরকার গঠন করে আগামী জাতীয় নির্বাচন করার জন্যও বলেছি। রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/নাসির/রফিক