জাতীয়

ইসি পুনর্গঠনে গণ ফ্রন্টের ১৪ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ১৪টি প্রস্তাব দিয়েছে গণ ফ্রন্ট। সোমবার বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে গণ ফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। সাক্ষাৎ শেষে গণ ফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হোসেন সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি বলেন, আমরা ৫ জানুয়ারির মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না। আমরা চাই স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচন কমিশন। গণ ফ্রন্টের প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য- সৎ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা। নয় সদস্যের নির্বাচন কমিশন গঠন এবং এর মধ্যে তিনজন নারী কমিশনার নিয়োগ। নির্বাচন কমিশনে নিয়োগপ্রাপ্তদের সম্পদ বিবরণী প্রতিবছর জনসমক্ষে প্রকাশ। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে কমিশনে নিয়োগ না দেওয়া এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নিয়োগ না দেওয়া। রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/নাসির/রফিক