জাতীয়

বাবা-মায়ের হাতে শিশু নির্যাতনের হার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : বাবা-মায়ের হাতে শিশু নির্যাতনের হার বেড়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে শিশু মৃত্যুহার কমেছে। অথচ বাবা-মায়ের হাতে শিশুদের মৃত্যুহার বেড়েছে। নির্যাতনের শিকার হয়ে শিশুদের মৃত্যুহার কমাতে নানারকম সভা-সেমিনার করে মানবাধিকার কমিশন সচেতনতা সৃষ্টি করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সভায় শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুস সহিদ মাহমুদ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন। সরকারের উদ্দেশে সুপারিশগুলোর মধ্যে রয়েছে, হত্যা ও ধর্ষণসহ সব ধরনের শিশু নির্যাতনের দ্রুত বিচার ও রায় কার্যকর করা। মামলা চালানোর ক্ষেত্রে দরিদ্র শিশুর অভিভাবককে সরকারি সহায়তা দেওয়া। এ ছাড়া বাবা-মা ও অভিভাবকসহ  গণমাধ্যমকর্মীদের উদ্দেশেও কয়েকটি সুপারিশ তুলে ধরেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারম্যান এমরানুল হক চৌধুরী, শিশু অধিকার বিশেষজ্ঞ এহসানুল হক প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/ইয়ামিন/এসএন/ইভা