জাতীয়

কিশোর অপরাধ রোধে আইন সংস্কার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কিশোর অপরাধ রোধে আইন সংস্কার করে নীতিমালা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নীতিমালা প্রণয়নের জন্য চিন্তাভাবনা করছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চিন্তার বিষয় হচ্ছে কিশোররা কেনো বিপথগামী হচ্ছে। বর্তমানে যে কিশোর আইন আছে- তার সংস্কার করতে হবে। এ জন্য আইনজ্ঞদের সঙ্গে কথাও হচ্ছে। তবে এক্ষেত্রে বাবা-মাকে আরো সজাগ থাকতে হবে।’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এমপি লিটন হত্যার ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দারা বিষয়টি নিয়ে কাজ করছে। শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। তিনি সবসময় জামায়াত-শিবিরের নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। হত্যাকারিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/মাকসুদ/সাইফ