জাতীয়

গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক : শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনসহ গ্রেপ্তার সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন নামক একটি সংগঠন। সমাবেশে বক্তারা বলেন, বিনা কারণে শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনসহ গার্মেন্টস শ্রমিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে মালিকদের দেওয়া মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একটা নয়, দুইটা নয়, ১২টি মামলা দেওয়া হয়েছে। শুধু মামলা নয়, এই সকল শ্রমিক নেতাদের রিমান্ডের নামে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা এই মামলা প্রত্যাহারসহ অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর শ্রমিক আন্দোলনের হুশিয়ারি দেন তারা। শ্রমিক নেত্রী সুরাইয়া ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, বাবুল আক্তার, লাভলী ইয়াসমিন, বাহারানে সুলতান বাহার প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৭/মামুন খান/ইভা