জাতীয়

আজকের ছাত্ররাই আগামী দিনে নেতৃত্ব দেবে : আশরাফ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তোমরা আজ যারা ছাত্র, তারাই আগামী দিনে এ দেশের নেতৃত্ব দেবে। কাজেই তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। তোমাদের মাঝেই লুকিয়ে রয়েছে, বঙ্গবন্ধু, সৈয়দ নজরুলের মতো বহু প্রতিভা। শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহে টাইন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের নবীন-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যেহেতু কলেজটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম নামে প্রতিষ্ঠিত, সেহেতু তোমরা তার নামের যথাযথ সম্মান রেখে নিজেদের সুশিক্ষিত করে তুলবে এবং নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখবে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রফিকের সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মহিতুর রহমান শান্তসহ অন্যরা বক্তব্য রাখেন।

   

রাইজিংবিডি/ময়মনসিংহ/২১ জানুয়ারি ২০১৭/শেখ মহিউদ্দিন আহাম্মদ/উজ্জল