জাতীয়

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে উপকৃত কোটি মানুষ

সংসদ প্রতিবেদক : স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় ২২ লাখ দরিদ্র পরিবার তথা এক কোটিরও অধিক দরিদ্র মানুষ উপকৃত হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদে (চাঁপাইনবাবগঞ্জ-২) আসনের সংসদ সদস্য মুহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার মন্ত্রী জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলার ৪৮৫টি উপজেলার চার হাজার ৫০৩টি ইউনিয়নের মোট ৪০ হাজার ৫২৭টি ওয়ার্ডে ২২ লাখ দরিদ্র পরিবারের তথা এক কোটিরও অধিক দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। এসব উপকারভোগীর বর্তমান মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ১৪২ কোটি টাকা, এর মধ্যে উপকারভোগী সদস্যদের নিজস্ব সঞ্চয় ১ হাজার ১৯ কোটি টাকা, সঞ্চয়ের বিপরীতে প্রদত্ত উৎসাহ বোনাস ৮৫৩ কোটি টাকা এবং সমিতিসমূহে প্রদত্ত ঋণ তহবিল ১ হাজার ১০৬ কোটি টাকা। তিনি জানান, এ প্রকল্পের আওতায় সমিতির সদস্য প্রতিমাসে ২০০ টাকা হিসেবে ২৪০০ টাকা সঞ্চয়ের বিপরীতে প্রকল্প থেকে সমপরিমাণ উৎসাহ বোনাস এবং বছরে সমিতিপ্রতি এক লাখ ৫০ হাজার টাকা আবর্তক তহবিল প্রদান করা হচ্ছে। এতে প্রতি দুই বছরে সমিতির স্থায়ী তহবিল হয় ৯ লাখ টাকা। এই অর্থ সমিতির ব্যাংক হিসেবে জমা থাকে। এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/মুশফিক