জাতীয়

‘চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে’

নিজস্ব প্রতিবেদক : ‘মাদকাসক্তি সমাজে ব্যাধি হয়ে দেখা দিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিরুদ্ধে সোচ্চার রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আগামীতে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের যোগ্যতা নিরুপণে ডোপ টেস্ট করা হবে।’ মঙ্গলবার সন্ধ্যায় রামপুরার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। তিনি আরো বলেন, ‘শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ারের বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের মাদক গ্রহণ থেকে বিরত রাখতে হবে। তারা যেন মাদকমুক্ত জীবন গড়তে পারে সেজন্য সরকার বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। এরই অংশ হিসেবে ডোপ টেস্ট করার চিন্তা করা হচ্ছে। ইতিমধ্যে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।’ অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যশিল্পী শিরীন বকুলসহ অন্যরা তাদের বক্তব্যে মাদকের ভয়াবহতা ও কুফল তুলে ধরেন। একই সঙ্গে মাদকবিরোধী প্রচারের জন্য মিডিয়াকে আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/মাকসুদ/রফিক