জাতীয়

\`প্রেসক্রিপশনের লেখা অনেক সময় ডাক্তারও বোঝেন না\`

সংসদ প্রতিবেদক : ডাক্তারদের অস্পষ্ট প্রেসক্রিপশন লেখার সমালোচনা করলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম নুর জাহান। মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাকালে তিনি বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন- এটা বিশ্বজুড়ে স্বীকৃত। কিন্তু আমাদের দেশের লাখো মানুষ যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যান, তখন যে প্রেসক্রিপশন পান সেটা পড়তে পারেন না। দোকানে ওষুধ কিনতে গেলে দোকানদারও বুঝে না, রোগীও বুঝে না- এমনকি আবার ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তারও বোঝেন না। দেখা যায় কানের ওষুধ চোখে আর চোখের ওষুধ কানে লাগানো হচ্ছে, আবার সকালের ওষুধ বিকেলে আর বিকেলের ওষুধ সকালে সেবন করা হচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, স্পষ্ট করে ওষুধের নাম লেখার জন্য। তবে আমার দাবি হলো, ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে ওষুধের নাম কম্পিউটারে লেখার জন্য। এ ব্যাপারে আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/মুশফিক