জাতীয়

আইইবির ৫৭তম জাতীয় কনভেনশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম জাতীয় কনভেনশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কনভেনশনের উদ্বোধন করেন। এই সময় আইইবি নেতারা ছাড়াও একাধিক মন্ত্রী, সাংসদ, চট্টগ্রামের শীর্ষ রাজনৈতিক নেতারা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইইবির অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেলে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। র‌্যাডিসনে অবস্থানকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামের সিনিয়র রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্র মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। এই কনভেনশনে সারা দেশের প্রায় পাঁচ হাজার প্রকৌশলী অংশ নিয়েছেন বলে আইইবি নেতারা জানিয়েছেন। এবারের কনভেনশনের বিষয়বস্তু রাখা হয়েছে ‘ডিজিটাল টেকনোলজি ফর ডেভেলপমেন্ট’। আগামী সোমবার বিকেলে কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আইইবির কনভেনশনে প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমন উপলক্ষে নগরীর সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

   

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৮ জানুয়ারি ২০১৭/রেজাউল করিম/রুহুল/এএন