জাতীয়

গ্রন্থমেলায় পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা ক্লিনের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : ইদানিং ছুটির দিনগুলোতে দেখা যায়, একদল তরুণ-তরুণী দলবেঁধে ঝাড়ু হাতে নেমে পড়েন ঢাকার রাজপথে। নিজ শহর পরিচ্ছন্ন রাখতে এই তরুণরা একত্রিত হয়েছেন ‘ঢাকা ক্লিন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে। রোববার উদ্যমী এই তরুণরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন অমর একুশে গ্রন্থমেলায়। মেলা প্রাঙ্গণে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা পরিষ্কার করেছেন তারা। পাশাপাশি তারা পাঠক-দর্শনার্থীদের পরিচ্ছন্নতার জন্য উদ্বুদ্ধ করেছেন। মেলায় আসা অনেকেই ঢাকা ক্লিনের কর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। ঢাকা ক্লিনের কর্মীরা বলেন, ঢাকাকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার সদিচ্ছা নিয়ে কাজ শুরু করেছে ঢাকা ক্লিন নামের এই স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের অভিযানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/হাসান/রফিক