জাতীয়

কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন-২০১৭ অনুমোদন

সচিবালয় প্রতিবেদক : কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘১৯৮৫ সালের ইংরেজি অর্ডিন্যান্সটি বাংলায় হালনাগাদ করা হয়েছে। বড় কোনো পরিবর্তন নেই। শুধু শাস্তির বিধানে কিছুটা পরিবর্তন করা হয়েছে। আইন ভঙ্গ করলে দুই হাজার টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বৈঠকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) কর্তৃক প্রবর্তিত ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট অব শিপস’ ব্যালেন্সড ওয়াটার অ্যান্ড সেডিমেন্টস (বিডব্লিউএম)-২০০৪ এর খসড়া অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। তাছাড়া মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের মিউচ্যুয়াল ইভালুয়েশনের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের প্রক্রিয়া এবং এর ফলাফল সম্পর্কে অবহিত করা হয়েছে। এ প্রসঙ্গে সচিব বলেন, ‘এটি বাংলাদেশের জন্য বড় অর্জন। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে এপিজির ১৯তম বার্ষিক সভায় এটি অনুমোদিত হয়েছে। ফলে আমরা বলতে পারি বাংলাদেশে আর মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন হয় না।’ রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/মুশফিক