জাতীয়

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে খুলনার ইজতেমা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : মুসলিম উম্মাহর সুখ-শান্তি, কল্যাণ ও অগ্রগতি কামনা করে লাখো মুসল্লির আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের খুলনা জেলা  ইজতেমা শনিবার শেষ হয়েছে। খুলনার ধর্মীয় উৎসবে সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিতি এই প্রথম। গত বৃহস্পতিবার থেকে শহরের অদূরে জিরোপয়েন্ট সংলগ্ন ছয় লাখ বর্গফুট এলাকার প্যান্ডেলজুড়ে ইজতেমা শুরু হয়। ২০১৯ সালে পুনরায় খুলনায় জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। বেলা ১২টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ১৫ মিনিটব্যাপী এ মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের সূরা সাথী মাওলানা ফারুক হুসাইন। মোনাজাত চলাকালে ইজতেমাস্থল ও আশপাশ এলাকায় ‘আমিন আমিন’ ধ্বনি উচ্চারিত হয়। সকাল থেকেই ইজতেমা ময়দান, আশপাশের এলাকা ও পীর খানজাহান আলী (র.) সেতু বাইপাস সড়ক ও পরিপূর্ণ হয়ে যায়। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এ ছাড়া নিজ নিজ গুণাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত চেয়ে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করেন মুসল্লিরা। রাইজিংবিডি/খুলনা/১১ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত