জাতীয়

জাহাজ ধর্মঘট নিরসনে চট্টগ্রাম চেম্বার সভাপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার বিকেলে মন্ত্রণালয়ে এক জরুরি আবেদনের মাধ্যমে চেম্বার সভাপতি এই আহ্বান জানান। চেম্বার সভাপতি মাহবুবুল আলম ওই আবেদনপত্রে উল্লেখ করেন, শনিবার সকাল থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রামকেন্দ্রিক লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশ কর্মবিরতি শুরু করে। এর ফলে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে ৬০টি লাইটারেজ জাহাজ থেকে ভোগ্যপণ্য, সার ও শিল্পের কাঁচামাল খালাস কাজ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম থেকে সারাদেশে এসব পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এ কর্মবিরতি অব্যাহত থাকলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। তিনি জানান, বর্ধিত মজুরি বাস্তবায়নের দাবিতে লাইটারেজ শ্রমিকরা বিগত কয়েক মাসে বার বার কর্মবিরতি পালন করেন। ফলে ভোগ্যপণ্য ও কাঁচামাল খালাসের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয় এবং কস্ট অব ডুয়িং বিজনেস বৃদ্ধি পায়। নৌযান শ্রমিক ও মালিকদের মজুরি সংক্রান্ত দ্বন্দ্বের কারণে পণ্য আটক করে আমদানিকারকদের জিম্মি করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করেন চেম্বার সভাপতি।  নৌযান শ্রমিকরা যাতে আগামীকাল সোমবার কাজে যোগদান করেন তা নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে নৌমন্ত্রীর প্রতি আহ্বান জানান মাহবুবুল আলম। রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল করিম/রিশিত