জাতীয়

প্রথম নারী পিআইও কামরুন নাহার

সচিবালয় প্রতিবেদক : তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রথম নারী প্রধান তথ্য অফিসার (পিআইও) হলেন বেগম কামরুন নাহার। রোববার তিনি নতুন কর্মস্থল তথ্য অধিদপ্তরে যোগ দিয়েছেন। তিনি সাবেক প্রধান তথ্য অফিসার ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের স্থলাভিষিক্ত হলেন। বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের একজন কর্মকর্তা কামরুন নাহার। এর আগে তিনি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। চাকরি জীবনে গত ৩১ বছর ধরে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দুই সন্তানের জননী। উল্লেখ্য, কর্মজীবন শেষ করায় রোববার তথ্য অধিদপ্তরে সদ্য সাবেক প্রধান তথ্য অফিসার ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা ও বেগম কামরুন নাহারকে প্রথম নারী প্রধান তথ্য অফিসার হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৭/আসাদ/হাসান/সাইফ