জাতীয়

‘ওষুধের দুষ্প্রাপ্যতা ভিলেন অব পিস’

নিজস্ব প্রতিবেদক : সবার জন্য ওষুধের সমান সুযোগ না থাকাকে বিশ্ব শান্তির বড় ঘাতক বলে মনে করছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর গুলশানে লেক শোর হোটেলে সিপিডি আয়োজিত ‘সব পর্যায়ে ওষুধের সহজপ্রাপ্যতা’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমেরিকান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দ্য নিউ স্কুলের অধ্যাপক সাকিকো ফুকুদা পার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ড. দেবপ্রিয় বলেন, ‘ওষুধের দুষ্প্রাপ্যতা বিশ্বব্যাপী ভিলেন অব পিস’।বাংলাদেশে ওষুধের দাম এখনও অনেক বেশি। এজন্য সরকারকে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে, যাতে ব্যবসায়ীরা মাত্রারিক্ত ব্যবসা করতে না পারে। আর ভোক্তারাও যেন মানসম্মত ওষুধ সুলভ মূল্যে পেতে পারে।’ এজন্য তিনি ওষুধের উপর গবেষণায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। অধ্যাপক সাকিকো বলেন, ‘সবার জন্য ওষুধ প্রাপ্তির সুযোগ (একসেস টু মেডিসিন) শুধু উন্নয়নশীল দেশেই নয়, সারা বিশ্বেই সমস্যা। ওষুধের উচ্চমূল্যের কারণেই তা সবার জন্য সহজলভ্য হয় না। অনেক সময় উৎপাদন খরচও অনেক বেশি পড়ে।’ তিনি বলেন, ‘এই সমস্যা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত নয়। এটা বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত। তবে এ বিনিয়োগ সমস্যা অবশ্যই সমাধানযোগ্য। এর জন্য দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আঞ্চলিক মেগা পলিসি গ্রহণ করতে হবে।’ সিপিডির চেয়ারম্যান ড. রেহমান সোবহান বলেন, ‘টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে। বিশ্বায়নের এই যুগে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য গবেষণায় জোর দেয়ার বিকল্প নেই। এক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।’ অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৭/হাসিবুল/শাহনেওয়াজ