জাতীয়

বিএনপির মন্তব্যে আহত নই : সিইসি

নিজস্ব প্রতিবেদক, সাভার : নির্বাচন কমিশনকে নিয়ে বিএনপির মন্তব্যে মানসিকভাবে আহত হননি বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কে এম নুরুল হুদা বলেন, ‘তারা (বিএনপি) এ সব মন্তব্য কেন করেন? কীভাবে করেন- এটা তাদের ব্যাপার। এখানে আমাদের মন্তব্য করার কিছুই নেই।’ নির্বাচন কমিশনের এই দায়িত্বকে কতটুকু চ্যালেঞ্জ ভাবছেন- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন,  ‘অবশ্যই এটি একটি চ্যালেঞ্জিং দায়িত্ব। তবে এখনো বিস্তারিত কথা বলার সময় আসেনি। এতটুকুই বলতে পারি-আমরা আন্তরিক। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি। আমরা এখনো অফিসে বসতে পারেনি। এ সব বিষয় নিয়ে আমরা পরে কথা বলব ।’ সিইসি বলেন, শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমরা পাঁচ বছরের যাত্রা শুরু করলাম। যারা দেশের জন্য শহীদ হয়েছেন-তাদের আত্মত্যাগের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা দায়িত্ব পালনের চেষ্টা করব।’ এ সময় নতুন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি/সাভার/১৬ ফেব্রুয়ারি ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/উজ্জল/এএন