জাতীয়

বিশ্বে চট্টগ্রাম বন্দর ৭৬তম

সংসদ প্রতিবেদক : বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকায় ৮৭তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে ৭৬তম স্থান অধিকার করেছে চট্টগ্রাম বন্দর। বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নোত্তরে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান। নৌমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দর ২০১৫ সালে ২০ লাখ ২৪ হাজার ২০৭ কন্টেইনার হ্যান্ডেলিং করে বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকায় ৮৭তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে ৭৬তম স্থান অধিকার করেছে। ২০১৬ সালে ১৬শতাংশ প্রবৃদ্ধিসহ ২৩ লাখ ৪৬ হাজার ৯০৯টি (টুইউইএস) কন্টেইনার হ্যান্ডলিং করেছে বন্দরটি। ফলে চলতি বছরে চট্টগ্রাম বন্দরের অবস্থান আরো উন্নতি হবে বলে আমি আশাবাদী।’ তিনি জানান, গত সাত বছরে চট্টগ্রাম বন্দর বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের মধ্যে ২২ ধাপ এগিয়েছে। বেগম পিনু খানের প্রশ্নোত্তরে নৌমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর হতে বর্তমান সময় ২০১৭ পর্যন্ত যাত্রীবাহী লঞ্চে আটটি, মালবাহী লঞ্চে ১১টি নৌদুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২৭৯ জন লোকের প্রাণহানি ঘটেছে।’ রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/নৃপেন/সাইফুল