জাতীয়

নির্বাচন কমিশনের প্রথম সফর বাঘাইছড়ি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শপথ নেওয়ার পর নতুন কমিশনের প্রথম নির্বাচন রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শুক্রবার সকালে বাঘাইছড়ি যাচ্ছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী। তিনি শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ২টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা করবেন। নির্বাচন কমিশনারের বাঘাইছড়ি সফরকে ইতিবাচকভাবে দেখছেন নির্বাচনে অংশ নেওয়া দলগুলো । তার এই সফরের মাধ্যমে আগামীকাল অনুষ্ঠেয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মনে করছেন তারা। রাঙামাটি জেলা নির্বাচন অফিসার ও বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার নাজিম উদ্দিন জানান, বাঘাইছড়ি পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী বাঘাইছড়ি সফর করছেন। আর এটিই নব গঠিত নির্বাচন কমিশনের প্রথম সফর। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল করিম/উজ্জল