জাতীয়

শিশু গৃহকর্মকে ঝুঁকিপূর্ণের তালিকায় অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক : গৃহকর্মে নিযুক্ত শিশুদের কাজকে ঝুঁকিপূর্ণ শ্রমের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে)। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গৃহকর্মে নিয়োজিত মেয়ে শিশুদের অবস্থা’ শীর্ষক সেমিনারে এ দাবি জানায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। শাপলা নীড়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর নগুতাদা সুগাহারা। মূল প্রবন্ধ পাঠ করেন দৈনিক সংবাদের রিপোর্টার ও বিএনএসকের সদস্য সেবিকা দেবনাথ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু। নাসিমুন আরা হক মিনু বলেন, ‘কোনো অবস্থাতেই গৃহকর্মী শিশুদের নির্যাতন করা যাবে না। সব শিশু যেন শিক্ষার সুযোগ পায় সেটি খেয়াল রাখতে হবে। শিশুদের গৃহকর্মে নিয়োজিত করা যাবে না।’ শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর নগুতাদা সুগাহারা বলেন, ‘ঘরের বাইরে যে শিশুরা কাজ করে তাদের আমরা সবাই দেখতে পাই। কিন্তু যারা ঘরের মধ্যে কাজ করে তাদের আমরা সবাই দেখতে পাই না। গৃহকর্মীদের খবর আমরা পাই না। বাংলাদেশ সরকারের আইনে আছে, ১৪ বছরের নিচে কেউ শ্রমিক থাকবে না। কিন্তু গৃহকর্মে শিশুরা ১৪ বছরের নিচে কাজ করছে।’ শাপলা নীড়ের নির্বাহী পরিচালক আতিকা বিনতে বাকি বলেন, ‘ব্যাংকগুলো গৃহকর্মী শিশুদের কোনো একাউন্ট খুলতে রাজি না। ১৮ বছরের আগে আইডি কার্ড না থাকায় তারা ব্যাংক একাউন্ট খুলতে পারে না। এই অবস্থার পরিবর্তন দরকার।’ সেমিনারে বক্তব্য রাখেন বিএনএসকের কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, সদস্য রাবেয়া বেবী, লায়লা খালেদা, আঞ্জুমান আরা শিল্পী, তাসকিনা ইয়াসমিন, রাবেয়া ইসমাত জেরিন স্মিতা, দেলোয়ারা ইয়াসমিন প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/অবনী/হাসান/সাইফুল