জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশেষ দূত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং ঘি লি। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে উখিয়া উপজেলার বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। সেখানে পৌঁছার পর তিনি নতুন করে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। সোমবার চার দিনের সফরে বাংলাদেশ আসেন ইয়াং ঘি লি। আরো দুই দিন তিনি কক্সবাজার অবস্থান করে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন। মূলত মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নির্যাতনের কথা শুনতে তিনি বাংলাদেশ সফরে আসেন বলে জানা গেছে। এর আগে তিনি ১২ দিন মিয়ানমার সফর করেছেন। সেখানে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা-বার্তা বলেছেন।

   

রাইজিংবিডি/কক্সাবাজার/২১ ফেব্রুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/বকুল