জাতীয়

রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় একটি চায়নিজ রেস্টুরেন্টে আগুনে  ৫ জন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে রেডচিলি চায়নিজ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে রেডচিলি চায়নিজ রেস্টুরেন্টে রান্না করতে যান  বাবুর্চি। এ সময় আকষ্মিক পুরো রান্না ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাবুর্চি মো. ফারুক (৪২), বিল্লাল হোসেন (৫০), হারুনার রশিদ (৪০), চান মিয়া (৩০) ও বাবুর্চির আরেক সহযোগী আগুনে দগ্ধ হন। হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল রাইজিংবিডিকে বলেন, ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের অনেকখানি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে জানিয়েছে, গ্যাসের চুলার লাইনে ত্রুটি থাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/মাকসুদ/সাইফ