জাতীয়

লিটন হত্যা : অস্ত্রের সন্ধানে কাদেরের বাড়ি-পুকুরে অভিযান

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে হত্যার সন্দেহভাজন পরিকল্পনাকারী একই আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল কাদের খানের গ্রামের বাড়ি ও পুকুরে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মূলত অস্ত্রের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ টিম সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খানবাড়ী) গ্রামে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল কাদের খানের বাড়িতে অভিযান শুরু করে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, আব্দুল কাদের খানের বাড়িতে অস্ত্র ও গুলি আছে এমন সন্দেহে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করেছেন। বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। বাড়ির পাশাপাশি পুকুরের অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে পানি সেচ দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অস্ত্র বা বিস্ফোরকদ্রব্য উদ্ধার না হলেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি আতিয়ার রহমান। রাইজিংবিডি/গাইবান্ধা/২২ ফেব্রুয়ারি ২০১৭/মোমেনুর রশিদ সাগর/রিশিত/বকুল