জাতীয়

রোহিঙ্গা সমস্যার সব তথ্য প্রতিবেদনে থাকবে : ইয়াংহি লি

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা সমস্যা বিষয়ক প্রাপ্ত সব তথ্য প্রতিবেদনে উল্লেখ করবেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ইয়াংহি লি বলেন, আগামী ১৩ মার্চ তার প্রতিবেদনটি প্রকাশ করা হবে। এই প্রতিবেদনে সব তথ্য থাকবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি মঙ্গলবার কক্সবাজার আসেন। তিনি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, লেদা রোহিঙ্গা ক্যাম্প, বালুখালী ক্যাম্প পরিদর্শন করেন। এর আগে তিনি ১২ দিন মিয়ানমার সফর করেছেন।

   

রাইজিংবিডি/কক্সবাজার/২৩ ফেব্রুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/উজ্জল