জাতীয়

এপ্রিলের মধ্যে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এ ব্যাপারে বাজার নিয়ন্ত্রণের জন্যে সরকার একটি নীতিমালা তৈরি করছে যা এক থেকে দুই মাসের মধ্যে চূড়ান্ত করা হবে। রোববার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে দুই দিনব্যাপী ৪র্থ এশিয়ান এলপিজি সম্মেলন-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক এলপিজি অ্যাসোসিয়েশন, অল ইভেন্ট গ্রুপ-সিঙ্গাপুর ও বাংলাদেশের গ্লোবাল ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। নসরুল হামিদ বলেন, আগামী এক বছরের মধ্যে ঘরে ঘরে এলপিজি পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে বাজারে স্থিতিশীলতা রক্ষা করে ভোক্তা সাধারণকে নিরাপদ এলপিজি সরবরাহ করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহস্থালি কাজে এবং যানবাহনে প্রাকৃতিক গ্যাসের বিকল্প খোঁজার ওপর গুরুত্বারোপ করেছেন। কারণ দেশে প্রয়োজনীয় ও প্রচুর প্রাকৃতিক গ্যাস নেই। জনগণের চাহিদা না মিটিয়ে গ্যাস রপ্তানির প্রশ্নই ওঠেনা। তিনি বলেন, ১২ থেকে সাড়ে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাসের দাম বাংলাদেশের বাজারে ১১০০ থেকে সাড়ে ১১০০ টাকা। আমাদের গভীর সমুদ্রে টার্মিনাল থাকলে এলপিজি গ্যাসের দাম ৩০ ভাগ কমানো সম্ভব হত। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি  ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, বাংলাদেশ এলপিজি গ্যাস অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান, ওয়ার্ড এলপিজি অ্যাসোসিয়েশনের ডিরেক্টর ডেভিট টেলর এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের তানজিম চৌধুরী। সম্মেলনে ২০ দেশের ১০০ জনের মত প্রতিনিধি অংশ নেন। রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/ইয়ামিন/সাইফ