জাতীয়

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলছে হরতাল

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতাল পালন করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ অর্ধদিবসের হরতাল শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে প্রগতিশীল ছাত্র জোট। এ সময় তারা শাহবাগ মোড়ে কিছু বৈদ্যুতিক তারে আগুন ধরিয়ে দেয় ও পিকেটিংয়ের চেষ্টা করে। পরে পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংগঠনের নেতা-কর্মীরা বলেন, ‘সরকারের দুর্নীতি ও ভুল নীতির ফলে জ্বালানিখাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার দায় জনতার ওপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেবে না।’ দেশে চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলেও তারা দাবি করেন। এ দিকে রাজধানীর শাহবাগ ও পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, হরতালে নাশকতা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। পুলিশের নিয়মিত সদস্যদের পাশাপাশি প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং ফোর্স। রাখা হয়েছে জলকামান ও রায়ট কার। গ্যাসের মূল্যবৃদ্ধিকে সরকারের ‘গণবিরোধী সিদ্ধান্ত’ আখ্যায়িত করে গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের ঘোষণা দেয় দল দুটি। বাসদ ও সিপিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সরকার অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে সিপিবি এবং বাসদ মঙ্গলবার রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল আহ্বান করছে।’ রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/আহমদ নূর/আসাদ/ইভা