জাতীয়

সিঙ্গাপুরে গেলেন এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে গেছেন। বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে। সিঙ্গাপুর সফরকালে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ভৌত অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে দেশটির পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বৈঠক করবেন। এলজিআরডি মন্ত্রী চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন - স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মহসিন এবং নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম। রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৭/আসাদ/হাসান/রফিক